সিলেট মহানগরীর বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষের মাঝে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।
সংগঠনের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে রবিবার, ২৩ জুন দুপুরে চেম্বার নেতৃবৃন্দ সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ২৯ নম্বর ওয়ার্ডে প্রগতি উচ্চবিদ্যালয় ও ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় সিলেট চেম্বার সভাপতি পানিবন্দি মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় উপকরণ, ওষুধপত্র ইত্যাদি সুলভমূল্যে সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আকুল আবেদন জানান।
সেই সঙ্গে তিনি সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ হতে বন্যা দুর্গত মানুষদের জন্য সহায়তা দিয়ে পুনর্বাসনের অনুরোধ করেন।
তাহমিন আহমদ বন্যাকবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতিও আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, শান্ত দেব, সায়েম আহমদ, মো মাহদী সালেহীন, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply