মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার মিলনায়তনে সংগঠনের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্কটিশ বংশোদ্ভুত বাংলাদেশী মুক্তিযোদ্ধা জেমস লিও ফারগুসন।
সিলেট চেম্বারের পরিচালক মো এমদাদ হোসেন ও মুকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দ্বিপন, ন্যাপ সুনামগঞ্জ জেলা সভাপতি এম আবিদ আলী, মুক্তিযোদ্ধা প্রীতি ভূষণ চৌধুরী, মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত দাস, মুক্তিযোদ্ধা প্রীতিশ কুমার দাস, মুক্তিযোদ্ধা ক্ষিরোদ মোহন দাস ও বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মতচ্ছির আলী। কোরান তেলাওয়াত করেন আব্দুল জলিল।
Leave a Reply