NEWSHEAD

সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদের ‘শত ক্যানভাসে বঙ্গবন্ধু’ কর্মসূচি শুরু

Published: 19. Aug. 2019 | Monday

সাংস্কৃতিক প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিক উপলক্ষে সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদের উদ্যোগে ‘শত ক্যানভাসে বঙ্গবন্ধু’ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দিনব্যাপী মহানগরীর ক্বিনব্রিজ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সিলেট ও ঢাকার শিল্পীরা নিজি নিজ দৃষ্টিতে রঙ-তুলিতে বঙ্গবন্ধুর ছবি আঁকেন।
কর্মসূচির উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্ত, হ্যারল্ড রশিদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম চৌধুরী বাবু, সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদেও সদস্য সচিব শামসুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি শামসুল আলম সেলিম, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও রঙের গাড়ির পরিচালক মিন্টু দে।

Share Button
February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

দেশবাংলা