নিজস্ব প্রতিবেদক : অবশেষে সিলেট-চারখাই-জকিগঞ্জ সড়ক সংস্কার শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এ কথা জানান।
সিলেট-চারখাই-জকিগঞ্জ সড়কের বেহলা দশার কারণে দুর্ঘটনার আশংকায় রবিবার থেকে এই গুরুত্বপূর্ণ সড়কপথে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অন্যদের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আবছার খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল শ্যামন্ত, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কুচাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জকিগঞ্জ মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রফিক আহমদ প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুসারে তাৎক্ষণিক সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ ও শ্রমিক নেতারা সিলেট-চারখাই-জকিগঞ্জ সড়ক পরিদর্শনে যান।
তাদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হবে।
Leave a Reply