সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছে।
শুক্রবার ছিল উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময় পর্যন্ত ৬টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩ হাজার ৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
গত ১৭ অক্টোবর সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে।
সংগঠনের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় জানান, আগামী কয়েকদিন চলচ্চিত্র বাছাই পর্ব চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর সকলের সামনে নিয়ে আসতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।
এছাড়াও সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানামুখী আয়োজন করে থাকে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply