নিজস্ব প্রতিবেদক : সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমানের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ডেসের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনেরে শয়নকক্ষে মরদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।
জৈন্তাপুর থানা পুলিশ বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রকৌশলী লুৎফুর রহমানের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
প্রকৌশলী লুৎফুর রহমান একা হরিপুরে বসবাস করতেন। তার স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন। তিনি ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
Leave a Reply