সিলেট ক্লাব লিমিটেডের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৯ জানুয়ারি ক্লাব ভবনে আয়োজন করা হয় শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তির। তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা তাতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার, ২০ জানুয়ারি সন্ধ্যায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এর উদ্বোধন করেন সিলেট ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। উৎসবে সিলেট ক্লাবের সভ্যদের পরিবারের সদস্যরা নানা রকম পিঠা নিয়ে পসরা সাজান।
পিঠা উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা হাফিজ আহমদ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী।
দ্বিতীয় পর্বে দৃষ্টিনন্দন কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাসিন আহমদ, সাবেক প্রেসিডেন্ট শমসের জামাল, সাবেক প্রধান উপদেষ্টা হাফিজ আহমদ, প্রধান উপদেষ্টা হারুনুর রশীদ দিপু, উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কার্যকরী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, ডাইরেক্টর অ্যাডমিন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, ডাইরেক্টর রিক্রিয়েশন শাহাদৎ হোসেন, ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমন ও ডাইরেক্টর ফুড এন্ড অ্যাকোমেডেশন রথীন্দ্র কুমার দাস নিশু সহ বিপুল সংখ্যক সভ্য ও তাদের পরিবারের সদস্যরা।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন অদ্বিতীয়া অথি ও মিথিলা। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply