নানা আনুষ্ঠানিকতায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও আল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ লে কর্নেল আবু হায়দার মো আসাদুজ্জামান পিএইচডি, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতিতে উজ্জীবিত করতে জাতীয়ভাবে উদযাপিত মঙ্গল শোভাযাত্রা ও গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও দলীয় সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তিতে নিজস্ব সংস্কৃতির ধারা ফুটিয়ে তোলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বাংলা নববর্ষের তাৎপর্য্য তুলে ধরে বলেন, এই অনুষ্ঠান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে আমাদের গৌরবময় ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। এ উৎসব আমাদের জীবনে স্বকীয়তা ও স্বাতন্ত্রবোধ সৃষ্টি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ রাখে।
তিনি শিক্ষার্থীদের নববর্ষের চেতনায় উজ্জীবিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখার আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply