সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‘সংগ্রাম স্বাধীনতা-প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনটি উপলক্ষে মঙ্গলবার, ৮ আগস্ট সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
বক্তব্য রাখেন নির্বাচিত একজন শিক্ষক ও দুইজন শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তৃতার অধ্যক্ষ জাতির পিতার সকল কর্ম ও ত্যাগ-তিতীক্ষার প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, ‘শেখ ফজিলাতুন নেছা মুজিব সবার প্রেরণার উৎস। একজন আদর্শ মা, যথাযোগ্য সহধর্মিণী ও দেশপ্রেমিক নারীর প্রতীক। পল্লীগ্রামের একজন সাধারণ মেয়ে কীভাবে একজন রাষ্ট্রনেতার সুযোগ্য সহধর্মিণী হয়ে উঠতে পারেন এবং একটি জাতির হৃদয়ে মাতৃআসনে অধিষ্ঠিত হতে পারেন, তিনিসেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় থেকেই সকলে চলার পথের শক্তি ও প্রেরণা গ্রহণ করতে পারি।’
এরপর তিনি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সবশেষে বঙ্গমাতা ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply