র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে কোতয়ালি থানাধীন শেখঘাট এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী দুই ভাই শামীম আহমেদ ও শাহিনুর রহমানকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল লে কর্নল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম সহ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃতে ওসমানীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাজপুর এলাকা থেকে ২৮ কেজি গাঁজা, ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন, সবজি ও নগদ অর্থ পেশাদার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম, জাহের ও আব্দুল জলিলকে গ্রেফতার করে।
Leave a Reply