হাইকোর্টের নির্দেশে স্থগিত সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত রিট পিটিশনের (রিট পিটিশন নং-১৭৭৭০/২০১৭) শুনানি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে শুনানির জন্য রিট পিটিশনটি পাঠানোর নির্দেশ দেন।
সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের অন্যতম সভাপতি প্রার্থী মো আরিফ মিয়ার এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ঐ বেঞ্চ ৩ মাসের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে অপর প্রতিদ্বন্দ্বী মো নুনু মিয়া নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাতিলের আবেদন জানিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে একটি পিটিশন দাখিল করেন। চেম্বার জজ পিটিশনটি গ্রহণ করে তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত ৭ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল; কিন্তু এর আগের দিনই সভাপতি প্রার্থী মো আরিফ মিয়া নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও বিধি বহির্ভুত কার্যকলাপের অভিযোগ এনে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনকারীর পক্ষে আদালতে দরখাস্ত উপস্থাপন করেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফী। সংশ্লিষ্ট ল চেম্বারের পক্ষ থেকে নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার অবিকল নকল কপি আদালত থেকে তুলে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজক কমিটির নিকট পাঠানো হয়। এ নির্দেশনার কারণে নির্বাচন কমিটি ৭ ডিসেম্বরের পূর্বনির্ধারিত ভোট গ্রহণ বাতিল ঘোষণা করেন। ফলে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন থাকা স্বত্বেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
Leave a Reply