নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সকাল থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে। সবার হাতে ছিল ফুল, কন্ঠে ছিল স্লোগান ‘জয় বাংলা’। প্রায় সারাদিনই শ্রদ্ধা নিবেদন চলে। পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব বয়সের মানুষ দিনভর আনন্দে মেতে থাকেন।
এ সময় কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, সিপিবি, বিভিন্ন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী, পেশাজীবী ও শিশু সংগঠনের নেতা-কর্মী-সংগঠক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
Leave a Reply