সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের উদ্যোগে ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী ফাহমিদা ফেরদৌস ডেইজি সংবর্ধিত হয়েছেন।
শুক্রবার বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতিত্ব করেন সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা। বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক নকশী বাংলা সম্পাদক সালেহ আহমদ হোসাইন, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা জহুরুল আলম, শাহপরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সহ সভাপতি বশির আহমদ, নিউ নেশনের কুলাউড়া প্রতিনিধি এম মছব্বির আলী, লেখক ফারহানা বি হেনা, সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, জিন্দাবাজার শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মানিক হোসাইন, সিলেট মেট্রোপলিটন ল কলেজের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস সেইজি, বেলাল হোসাইন, রিহান মোস্তাকিম ও জুনেদ মো আব্দুল্লাহ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দি অ্যার্থ অফ অটোগ্রাম সম্পাদক আব্দুল কাদির জীবন।
Leave a Reply