নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় কারাগারে ‘করোনা’য় এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আহমদ হোসেন (৫৫)। তিনি কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ঘড়াই গ্রামের বাসিন্দা। একটি হত্যা মামলায় তাকে ৫ মে কারাগারে পাঠানো হয়। দুদিন পর ৭ মে তার মধ্যে ‘করোনা’ উপসর্গ দেখা দেয়।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ৮ মে আহমদ হোসেনকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন তাকে নেওয়া হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ৯ মে করা হয় নমুনা পরীক্ষা। ১০ মে তিনি মারা যান। ১১ মে রিপোর্ট আসে তার ‘করোনা’ পজিটিভ ছিল।
‘করোনা’য় হাজতি আহমদ হোসেনের মৃত্যুর পর সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি ব্লক লকডাউন করা হয়েছে। প্রায় ১০০ হাজতিকে স্থানান্তর করা হয়েছে অন্য ভবনে। এছাড়া ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Leave a Reply