নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদ-হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনকে সুপ্রিম কোর্টে আপিল খারিজের রায় পড়ে শোনানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেয়া আপিলের রায়ের কপি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। এরপর তাকে তা পড়ে শোনানো হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, দেলোয়ার হোসেন রিপন রায় শোনার পর জনিয়েছেন, তিনি তার আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
২০০৪ সালের ২১ মে হযরত শাহজালাল (র) মাজারে বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত এবং আনোয়ার চৌধুরী সহ প্রায় ৮০ জন আহত হন।
Leave a Reply