সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির সিন্ডিকেটের ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিকৃবির উপচার্যের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন, উপাচার্য অধ্যাপক ড মো গোলাম শাহি আলম। কার্যবিবরণী উপস্থাপন করেন রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব। এ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অংশ নেন সিকৃবির সিন্ডিকেট সদস্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ইমেরিটাস প্রফেসর ড এম এ সাত্তার মণ্ডল, সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড তালুকদার নূরুন্নাহার, বাকৃবির আইসিএফের পরিচালক অধ্যাপক ড মো রফিকুল ইসলাম, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড জসিম উদ্দিন আহম্মদ, অধ্যাপক ড মো সিদ্দিকুল ইসলাম ও অধ্যাপক ড মো আনোয়ার হোসেন।
Leave a Reply