সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড মো আলিমুল ইসলামকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবিতে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর/২২ কার্তিক) বাকৃবিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য প্রফেসর ড এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি আশা প্রকাশ করেন, প্রফেসর ড মো আলিমুল ইসলামের নেতৃত্বে সিকৃবি দেশের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিকৃবির ৭ম উপাচার্য হিসেবে প্রফেসর ড আলিমুল ইসলাম ২০ অক্টোবর যোগদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি