স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’ শুরু হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজন করেছে।
মঙ্গলবার বিকেল ৩টায় সিকৃবির কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে সিলেট চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড মো গোলাম শাহী আলম। আয়োজক সংগঠনের সদস্য সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর অধ্যাপক ড মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক অধ্যাপক জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
বিকেল ৫টায় প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।
Leave a Reply