সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড় সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোক মিছিল বের করা হয়।
এরপর বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দীন ভূঞা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এছাড়া জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, অনুষদীয় ছাত্রসমিতি, আবাসিক হলসমূহ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো সাদ উদ্দীন মাহফুজের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেন, পনেরো আগস্ট শোকের দিন হলেও এটাই এখন শক্তি। সেদিন ঘাতকরা বঙ্গবন্ধু তথা বিশ্ববন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করলেও তার চেতনাকে হত্যা করতে পারেনি।
এরপর শিক্ষক সমিতি ও পাঠশালা একুশ কর্তৃক ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শিরোনামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ এবং দুপুরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য মসজিদে মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু’ শীর্ষক বিশেষ আলোচনা সভা, ‘বঙ্গবন্ধু’ সম্পর্কিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধু চত্বরে জাতীয় দিবস উদযাপন কমিটির আলোক প্রজ্বলন, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ। সূত্র সিকৃবি সাংবাদিক সমিতি
Leave a Reply