সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি-সাউপিএসের নতুন কার্যনির্বাহী পরিষদে মো রাজিবুল ইসলাম সভাপতি ও মো মুস্তাফিজুর রহমান সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার, ২৫ মে সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় ২০২২-২০২৩ মেয়াদের ৫৩ সদস্যবিশিষ্ট ৫ম কার্যনির্বাহী পরিষদ অনুমোদন লাভ করে।
সভায় সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া রব্বানি। সঞ্চালনা করেন আকাশ রয়।
নতুন কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত অন্যরা হলেন : সহসভাপতি আকাশ রয়, প্রশান্ত সিনহা প্রান্ত, জুবায়ের বিন আহমেদ সঞ্চয়, জাকিয়া বিথী ও নাজিয়া ফারিন জুমু, যুগ্মসাধারণ সম্পাদক এস এম সেরতাজ ইসলাম, আশরাফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক হিমেল দাশ তূর্য্য, তাসমিয়া সিদ্দিক, উর্মি সিনহা ও তামজিদ আহমেদ মাসুক, কোষাধ্যক্ষ ফাহিম মাহাফুজ রুহাদ, সহকারী কোষাধ্যক্ষ মুমিনুল হক সিফাত ও পল্লব সেন, আহবায়ক (প্রতিযোগিতা ও প্রদর্শনী) মিনহাজুল ইসলাম শুভ ও মায়শা তাসফিয়া, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক সানোয়ার হোসেইন সুমন, সহকারী মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক ইশাত সুবহা ঐশী ও সাদিয়া আবসার তনয়, দপ্তর সম্পাদক করিমা সুলতানা ও টি এম রাফাত, ডিজাইন ও আইটি সম্পাদক শাফিন মাহমুদ স্বপ্নিল, সহকারী ডিজাইন ও আইটি সম্পাদক রুমানা ইসলাম ও নিয়ামুল হাসনাইন সামি, যোগাযোগ সম্পাদক আসিফ জামি রাজিন, রূপম ভৌতিকা ও জায়াসির হাবিব অর্ক এবং কার্যনির্বাহী সদস্য হাসান তারেক নাসিম, মৌরিন হোমায়রা, মাস্তুরা জাকারিয়া, মাহির হোসেন, মুহতাসিন ফুয়াদ জামি, রিফাত জিহান, আনাম সরকার, নাহিদা সুলতানা, জাকিয়া আলম, ফারহানা হক অনু, আবু সাইদ রাফি, অভিষেক সাহা, আকলিমা হক আঁখি, তানজিনা ইয়াসমিন তাজিন, শিশির ভূঁইয়া, আশিকুর রহমান ইমন, মো জাহিদ উল ইসলাম, জয়ানা আজামি, নাফিয়া তাসনিম তৃপ্তি, হামিদুর খান, জেবা ফারিহা, ইরিন সুলতানা, তাসকিন মাহিদ ও মো সোয়াইব আদনান শুভ্র।
নতুন সভাপতি মো রাজিবুল ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ক্যাম্পাসের অন্যতম প্রধান সংগঠন৷ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪টি কার্যনির্বাহী পরিষদ সংগঠনকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে গেছে। তারা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
সদ্য প্রাক্তন সভাপতি গোলাম কিবরিয়া নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে সাউপিএসের অগ্রযাত্রা সবার অংশগ্রহণে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি-সাউপিএস যাত্রা শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply