সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটির (২০২২) সভাপতি অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড এম এম মাহবুব আলমের সঞ্চালনায় দায়িত্বভার অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের পাশাপাশি প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো আবু জাফর বেপারী।
এরপর নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৩) সভাপতি অধ্যাপক ড মো শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো সাদ উদ্দিন মাহফুজ সহ অন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ প্যানেল বিজয়ী হয় এবং কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড মো শাহ আলমগীর সভাপতি ও প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড মো সাদ উদ্দিন মাহফুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
Leave a Reply