নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন শান্ত হলেও ভীতিকর পরিবেশ বিরাজ করছে। ভয়ে কেউ ঘর থেকে বের হওয়ার ভরসা পাচ্ছেননা। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় সিকৃবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কমপেক্ষ পাঁচ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে দুপুর আড়াইটায় ছাত্রলীগের পূর্বঘোষিত একটি কর্মীসভায় আসতে কর্মীদেরকে বাধা দেন সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক বিরোধী পক্ষ। এর জের ধরেই সংঘর্ষ ঘটে। এ সময় কয়েকটি কক্ষ ভাংচুরও হয়।
সিকৃবি কর্তৃপক্ষ শেষপর্যন্ত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply