সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানে কেউ মাদক ও ব়্যাগিংয়ে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।
উপাচার্য বলেন, ‘আমাদের সন্তানরা মাদকের ছোঁবলে শেষ হয়ে যাক কিংবা ভুল পথে পা বাড়াক তা আমরা চাই না। তাই আমাদেরকে কঠোর হলেও কিছু ব্যবস্থা নিতে হবে।’
কিছুদিনের মধ্যেই সিকৃবিতে নতুন একটি সেশনের শিক্ষার্থীরা ভর্তি হতে যাচ্ছে। তাই নতুন পরিবেশে এসে কেউ যেন অনাকাঙ্ক্ষিত র্যাগিংয়ের শিকার না হয় সে জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুশিয়ার করে দেন।
উপাচার্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন।
উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো মনিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, সিকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ, বর্তমান সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য কিছু দাবি-দাওয়া উপস্থাপন করলে উপাচার্য তা শীঘ্রই বাস্তবায়ন করার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে সিকৃবি উপাচার্য সাংবাদিক সমিতির সদস্যদের জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসবে অংশগ্রহণ করায় সনদপত্র প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply