পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের জন্যে স্বাস্থ্যসেবা ক্রমশ সম্প্রসারণের পাশাপাশি উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর উপকণ্ঠ টুকেরবাজার এলাকায় সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আওয়ামী লীগ সররকারই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। গ্রাম পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং এ জন্যে ভূমিদাতা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী সহ উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এনজিও ব্যক্তিত্ব রাশেদ কে চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা হারুন-উর-রশিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী কিডনি রোগ বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা জিয়াউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট কিডনি ফাউন্ডেশনের সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম এ সালাম বীরপ্রতীক।
Leave a Reply