নিজস্ব প্রতিবেদক : সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সাধারণ মানুষ স্বল্প খরচে কিডনি রোগের সবধরনের চিকিৎসা পাবেন।
কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রথম বার্ষিক কনভেনশন ও সায়েন্টিফিক সেমিনারকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রধান উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের ড্রেকসেল ইউনিভার্সিটির নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা জিয়াউদ্দিন আহমদ ও সেক্রেটারি অবসরপ্রাপ্ত কর্নেল এম এ সালাম বীরপ্রতীক। এছাড়া সিলটিভির চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এবং লায়ন ডা মোস্তফা শাহজামান চৌধুরীও বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের জন্য পর্যাপ্ত পরিমাণ জমি দান করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ চৌধুরীর পরিবার। সেখানে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। বর্তমানে শাহজালাল উপশহরে সীমিত পরিসরে অস্থায়ীভাবে ‘ডায়ালেসিস’ সহ অন্যান্য চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেশে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিষয়ক আইন সময়োপযোগী করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সংবাদ সম্মেলেন জানানো হয়, শুক্র ও শনিবার কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ ও কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে অনুষ্ঠিতব্য সায়েন্টিফিক সেমিনারে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকগণ অংশ নেবেন।
Leave a Reply