নিজস্ব প্রতিবেদক : সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। শুক্রবার বিকেলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ যৌথভাবে এর উদ্বোধন করবেন।
মহানগরীর শাহজালাল উপশহরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী, মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলী, সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তাইনি ফেরদৌস রশিদ। স্বাগত বক্তব্য রাখেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সম্পাদক কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।
Leave a Reply