নিজস্ব প্রতিবেদক : সিলেট কিডনি ফাউন্ডেশন আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, কিডনি রোগের ভয়াবহতা অবসানে চিকিৎসক সমাজের পাশাপাশি সকল স্তরের মানুষকে ভূমিকা পালন করতে হবে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। যথাযথ চিকিৎসায় কিডনি রোগীরা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।
শনিবার ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রথম বার্ষিক কনভেনশন উপলক্ষে এই সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান ও কিডনি ফাউন্ডেশন সিলেটের সচিব মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বীর প্রতীক। ধন্যবাদ জ্ঞাপন করেন, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশীদ।
সায়েন্টিফিক সেমিনারের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের ড্রেকসেল ইউনিভার্সিটির নেফ্রোলজি বিভাগের প্রফেসর ও কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি ডা জিয়াউদ্দিন আহমদ সহ অধ্যাপক ডা হারুন উর রশীদ, অধ্যাপক ডা মুহিবুর রহমান, নিউইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা মোহাম্মদ আলী ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা খালেদ মহসিন সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
Leave a Reply