সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা যৌথভাবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন- ইমজার সভাপতি আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন, সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা রজব আলী দেওয়ান ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা নূরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের। পরিচালনায় ছিলেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
Leave a Reply