নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ মাদকবিরোধী দু’টি অভিযানে সিলেট সদর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫৭০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল রবিবার সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানা এলাকা থেকে ৫৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিলেটের বালাগঞ্জ উপজেলার নবীনগর এলাকার মৃত শশধর রঞ্জন দেবের ছেলে সত্যজিৎ দেব ও মহানগরীর শাহী ঈদগা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো রাসেল আহমদকে গ্রেফতার করে।
একইদিন অপর এক অভিযানে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জারিকলকান্দি এলাকার আব্দুল খালিকের ছেলে রহমত আলীকে গ্রেফতার করা হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply