নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সিলেটেও সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে ও আঞ্চলিক শ্রম দফতরের সহযোগিতায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পরিতোষ ঘোষ, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি এজাজুল হক।
এছাড়াও বিভিন্ন শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিমতলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরডি হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়া, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply