র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র ও মাদক সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার মমিনখোলা এলাকা থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি মোবাইল মোবাইল ফোন ও ২টি সিমকার্ড সহ ২ জনকে গ্রেফতার করে।
এর আগে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলার মজলিশ বুকশাইল গ্রাম থেকে একজনকে গ্রেফতার ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সন্ধ্যায় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ধলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন সেট ও ২টি সিম কার্ড সহ একজনকে গ্রেফতার করে।
প্রায় একই সময়ে সিলেট ক্যাম্পের একটি দল এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের মোগলাবাজারের পশ্চিমবাগ আবাসিক এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ৭ হাজার পিস পাতার বিড়ি সহ এক জনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply