র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ বিভিন্ন অপরাধে সিলেট ও সুনামগঞ্জে ৫ জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ স্পেশাল কোম্পানি সিলেটের একটি দল বুধবার রাত ১১টায় মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে মাজার গেইটের বিপরীতে রাস্তার উপর থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এএসপি কামরুজ্জামান সহ এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ আহমদ চৌধুরী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাব ৯ জানিয়েছে।
এর আগে দুপুর আড়াইটায় মোগলাবাজার থানা এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ১৫,৮০০ পাতার বিড়ি ও সিগারেট সহ ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস সহ জালালপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো শাহেদ আলী, শতেন্দ্র চন্দ্র দেবনাথ ও জাহিদুল হাসান।
এড়াড়া শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল একই দিন রাত সাড়ে ৮টায় হবিগঞ্জের বাহুবল থেকে ডাকাতি মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে এএসপি আফজাল হোসেন ও এএসপি ওবাইন সহ অভিযান চালিয়ে জগতপুর বাজার থেকে আব্দুল আওয়াল নামের ঐ আসামিকে গ্রেফতার করা হয়।
Leave a Reply