নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নজরুল একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী। বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি নাসির উদ্দিন ও ফটো সাংবাদিক আবু বকর সবাইকে স্বাগত জানান। পরে কেক কাটা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জেও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও কালেরকণ্ঠ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply