নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক কয়েকটি অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে।
রবিবার (১ ডিসেম্বর/১৬ অগ্রহায়ণ) দুপুরে সিলেট ব্যাটালিয়নের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শনিবার ও রবিবার দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথরকোয়ারি বিওপির বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ঔষধ, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবন, গরুর মাংস, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও অন্যান্য চোরাচালানী মালামাল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এসব চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।