বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৯৪ লাখ টাকার দেশী-বিদেশী পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার থেকে শুক্রবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) পর্যন্ত পরিচালিত অভিযানে সিলেট ব্যাটালিয়ন ভারতীয় সুপারি, বিড়ি, গুড়া মেহেদী, মদ ও বিয়ার এবং বাংলাদেশী রসুন, একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।
এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ১৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। তথ্য বিবরণী