নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহাকে সামনে সিলেট ও সুনামগঞ্জের ছয় শতাধিক মানুষের হাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ‘কলের গাড়ি’র পক্ষ থেকে ভালোবাসার ঈদ উপহার তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এ ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। সংস্কৃতিকর্মীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রবীণ নাট্য সংগঠক-নাট্যকার অধ্যাপক সুনির্মলকুমার দেব মিন, নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো, অনুপ কুমার দেব, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, খোয়াজ রহিম সবুজ, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, সুকান্ত গুপ্ত প্রমুখ।
Leave a Reply