নিজস্ব প্রতিবেদক : বিশ্ব জুড়ে খ্রিস্টান সম্প্রদায় বর্ণাঢ্য আয়োজনে যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস শুভ বড়দিন উদযাপন করেছে।
এ উপলক্ষে সিলেট সহ সারা দেশে নানা কর্মসূচিতে এই দিনটি উদযান করা হয়।
শুভ বড়দিনে সিলেট মহানগরীর নয়া সড়কে অপরূপ সাজে সজ্জিত প্রেসবিটারিয়ান চার্চে সোমবার ভোর ৫টায় যুব সমিতির পরিচালনায় ক্যারল গান পরিবেশন করা হয়। সকাল ১০টায় ডিকন নিঝুম সাংমার পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ উপাসনা। এতে দিনটির তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন, রেভারেন্ড ফিলিপ বিশ্বাস। পরে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দুল মুহিত জাবেদ ও শাহানারা বেগম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল প্রমুখ।
নির্বিঘ্নে দিনটি উদযাপনে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিশেষ প্রার্থনা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের খ্রিস্টান পাড়ার গির্জায় কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
পরে সুনামগঞ্জ খ্রিস্টান মিশনের প্রধান এডউইন ক্রসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, ডা মনোয়ার আলী, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক কে জি মানব তালুকদার ও খ্রিস্টান মিশনের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী। পরিচালনায় ছিলেন, ডেনিস চক্রবর্তী।
Leave a Reply