নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেটের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবারিয়া। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। এছাড়াও বিজিবি ও র্যাব কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : ‘জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’-এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, অতিরিক্তি জেলা প্রশাসক শফিউল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক জাহেদুল হাসান।
Leave a Reply