নিজস্ব প্রতিবেদক : ‘বছরে বছরে ভূমি উন্নয়ন কর দিব, দেশের উন্নয়নে অংশ নিব’, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ভূমিহীন থাকবেনা কেউ আর’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, মোহাম্মদ আব্দুল্লাহ, আসলাম উদ্দিন, এডিএম নাসির উল্লাহ খান, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, সহকারী কমিশনার রোজিনা আক্তার, উপ ভূমি সংস্কার কমিশনার আব্দুল হাই আল মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, হেলাল চৌধুরী ও স্যাটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা,সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদকণ্ডলীর সভাপতি জিয়াউল হক।
Leave a Reply