ক্রীড়াঙ্গন প্রতিবেদক : ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি-বাংলাদেশের অগ্রগতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে সকালে জেলা ক্রীড়া ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মির মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, নির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও নাজনীন হোসেন এবং বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
এরপর দিনের বিভিন্ন সময়ে আয়োজন করা হয় ফুটবল ও কাবাডি সহ নানা ধরনের খেলাধুলার। কাবাডি অনুষ্ঠিত হয় বিকেলে। খেলা উপভোগ করেন, জেলা কাবাডি কমিটির সাধারণ সম্পাদক সমর চৌধুরী, মাসুক মিয়া ও হাসানুজ্জামান মিলন সহ অন্যরা।
সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা ক্রীড়া ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পারভেজ আহমেদ, নানু মিয়া, সিরাজুর রহমান সিরাজ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক রাজা, কার্য্যনিবার্হী সদস্য প্রদীপ পাল নিতাই, হোসেন আহমদ রাসেল, সেজুল আহমেদ ও জি এম তাশহিজ।
Leave a Reply