নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেট আলোচনা সভার আয়োজন করে।
শনিবার বিকেলে মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ আব্দাল। বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ ও মহানগর সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার কর। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী ও জেলা সহ সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম।
পরে কেক কাটা হয়।
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহদিমিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিকেলে অনির্বাণ সংগীত বিদ্যালয়য়ের উদ্যোগে এই কর্শসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি ছিলেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, শামসুল আলম সেলিম, কবি-সংগঠক আবিদ ফয়সল, খোকন ফকির, বিমল কর। সভাপত্বি করেন, নৃপেন্দ্র দাস।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বালিকণা ও মুুক্তাক্ষর।
সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও ৩ শতাধিক এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের হাছননগরে সরকারি শিশু পরিবারে কেক কাটেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। নূরুল ইসলাম বজলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ইব্রাহিম আল মামুন মোল্লা।
Leave a Reply