নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুদিনে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
সোমবার ও মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি/২১ মাঘ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন এ দুই জেলায় বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি অভিযান পরিচালনা করে।
এসময় ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর ও পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।