নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে ৭ দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে সিলেট বিভাগের চার জেলায় পরিবহণ শ্রমিকরা ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির পূর্বঘোষিত এ কর্মসূচি সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়।
ফলে পুরো বিভাগে বাস, মাইক্রোবাস ও অটোরিক্সা সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী সাধারণ বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।
পরিবহণ শ্রমিকদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারার স্থলে ৩০৪ ধারায় অন্তর্ভুক্ত করা, নতুন সড়ক পরিবহণ আইনে জরিমানার অঙ্ক কমানো, সড়ক-মহাসড়কে তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ ইত্যাদি।
সুনামগঞ্জে প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ৭ দফা দাবি আদায়ে সুনামগঞ্জের কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহণ শ্রমিকদের এই কর্মবিরতির ফলে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ থাকে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সংগঠনের সুনামগঞ্জ শাখার নেতারা জানান, দাবি আদায়ে পরবর্তী সময়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেয়া হবে।
Leave a Reply