নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ এই স্লোগান নিয়ে সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওভারসিজ সেন্টারের ট্রাস্টি ব্যারিস্টার মো আরশ আলী, টাওয়ার হ্যামলেটের প্রথম বাঙালি মেয়র গোলাম মর্তুজা ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য যুক্তরাজ্য প্রবাসী ছানাওর আলী। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার প্রসূন চক্রবর্তী। প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ ওভারসিজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ব্যক্তিত্ব জামিল চৌধুরী, কর্মসংস্থান ও জনশক্তি দফতরের প্রধান পরিচালক মির কামরুল হোসেন, কুয়েত প্রত্যাগত সমিতির সাধারণ সম্পাদক ভানুদয় ভট্টাচার্য, কানাডা প্রবাসী কয়েস আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন।
Leave a Reply