নিজস্ব প্রতিবেদক : ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৎস্য অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মৎস্য অধিদফতরের উপ পরিচালক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ। পরিচালনায় ছিলেন, মৎস্য কর্মকর্তা রাফেউ চৌধুরী ও দ্বিনরাজ বর্মন।
সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৎস্য অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
এর আগে অতিথিরা শহরের রিভার ভিউ এলাকায় সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
Leave a Reply