নিজস্ব প্রতিবেদক : সিলেটে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের ডাকে চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন জেলা শাখার ২৪৩টি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে তারা ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : ‘দাবি মোদের একটাই, হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই’ এ প্রতিপাদ্য নিয়ে চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি তানজিল মিয়া, সহ সভাপতি শিপ্রা চক্রবর্তী, দোয়ারাবাজার উপজেলা ক্যাশিয়ার কামাল উদ্দিন আহমদ, আব্দুল আউয়াল, প্রিয়াংকা দাস ও রাজন মাহবুব।
Leave a Reply