নিজস্ব প্রতিবেদক : শনিবার ছিল জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এ দিনের ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়। সিলেট সহ সারাদেশে দিনটি নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সুনামগঞ্জ প্রতিনিধি : জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় রমিজ বিপনিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সদস্য সবুজ কান্তি দাস, মানববিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, আওয়ামী লীগ নেতা রনজিত চৌধুরী রাজন, সদর উপজেলা সভাপতি এহসানুল হক উজ্জ্বল, সহ সভাপতি পিন্টু বনিক, কৃষক লীগ নেতা তারেক আহমদ ও ছাত্রলীগ নেতা টিংকু চৌধুরী।
Leave a Reply