সিলেট ও সুনামগঞ্জে শনিবার নানা কর্মসূচিতে আন্তজাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেটে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি শামীমা নাছরিন। এছাড়া কেকও কাটা হয়।
সুস্বাস্থ্য মানুষের অধিকার-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আন্তজাতিক নার্স দিবস পালন করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে দুপুরে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে ফিরে যায়।
শোভাযাত্রায় অংশ নেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস ও সদর হাসপাতালের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী।
Leave a Reply