নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ সিলেট মহানগরী থেকে ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো শওকাতুল মোনায়েম, এএসপি আব্দুল্লাহ ও এএসপি ওবাইনের নেতৃত্বে রবিবার দুপুর একটার দিকে জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন কাজীর বাজার সেতুর প্রবেশমুখ থেকে এই ইয়াবাসহ মাদক কারবারি খন্দকার হাফিজুর রহমান (পিতা খন্দকার ওলিউর রহমান, আল-বারাকা আবাাসিক এলাকা, বিআইডিসি, খাদিমপাড়া, সিলেট) ও তুহিন আহমদকে (পিতা মৃত গণি মিয়া, শেখঘাট বড় মসজিদ এলাকা, সিলেট) গ্রেফতার করে।
একই দিন রাতে সাড়ে ৮টার দিকে র্যাব-০৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর জেরিন পয়েন্ট থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি নিশির দেব বর্মা (পিতা রবীন্দ্র দেব বর্মা, বিষামনি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ও ইউসুফ মিয়াকে (পিতা চাঁন মিয়া, বিষামনি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply