নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসকে সামনে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলা ও ইতিহাস জানানোর উদ্দেশ্যে সিলেট জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারেও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বিজয় ফুল প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল, বিজয় ফুল তৈরি, জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, গল্প লেখা, একক অভিনয়, দলীয় অভিনয় ও চিত্রাঙ্কণ। এতে বিচারকের দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার সৈয়দ আমজাদ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সলমান আলী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা ও চারুশিল্পী শেখ নাঈম দীপু।
Leave a Reply